Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

 ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ করণঃ

১। নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্যানেল প্রস্তুতকরণ এবং প্রশিক্ষণ কার্যক্রম গ্রহণ।

২। জেলা নির্বাচন অফিসার, মৌলভীবাজার এর তফসীল মোতাবেক ছবি সহ ভোটার তালিকা প্রণয়নের জন্য ভোটারদের তথ্য সংগ্রহের জন্য নিয়োগকৃত তথ্যসংগ্রহারীগণ তথ্যসংগ্রহ করে ভোটারদের নিবন্ধনের জন্য ভোটর নিবন্ধন ২নং ফরম পুরণ করে ভোটার স্লিপ বিতরণ করেন। নিবন্ধনের তারিখে ভোটারগণ নিবন্ধিত হন।  উক্ত ডাটা বেইস জেলা নির্বাচন অফিস, মৌলভীবাজার ও নির্বাচন কমিশন সচিবালয়ে প্রেরণের কার্যক্রম গ্রহণ করা হয়ে থাকে।
৩। মৃত্যুজনিত কারণে ভোটারদের সংশ্লিষ্ট ভোটার এলাকা হতে তাঁদের নাম কর্তণ করা।
৪। ভোটারদের স্থানান্তরের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করা ।

৫। ভোটারদের আঙ্গুলের ছাপ পুনঃনিবন্ধীকরণ কার্যক্রম গ্রহণ করা।

৬। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা।

৭।নির্বাচন কমিশন সচিবালয়ের নির্দেশ মোতাবেক ক্ষেত্রবিশেষে আইডি কার্ড সংশোধন সংক্রান্ত বিষয়ে তদন্ত কার্যক্রম গ্রহণ করা হয়ে থাকে।

 

জাতীয় পরিচয় পত্র বিতরণঃ

১। জেলা নির্বাচন অফিস, মৌলভীবাজার হতে প্রাপ্ত ভোটারদের জাতীয় পরিচয় পত্র বিতণের কার্যক্রম গ্রহণ করা হয়ে থাকে।

২। জাতীয় পরিচয়পত্র সংশোধনের কার্যক্রম গ্রহণ করা হয়ে থাকে।

৩। হারানো জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত কার্যক্রম গ্রহণ করা হয়ে থাকে।

 

জাতীয় সংসদ নির্বাচন, উপজেলা পরিষদ নির্বাচন পৌরসভা নির্বাচন ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে কার্যক্রমঃ

১। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল মোতাবেক বিভিন্ন নির্বাচনের গণ বিজ্ঞপ্তি জারির মাধ্যমে কার্যক্রম গ্রহণ।
২। বর্ণিত তফসীল মোতাবেক জেলা নির্বাচন অফিস, মৌলভীবাজার হতে মনোনয়ন পত্র ও নির্বাচনী নির্দেশিকা ও বিভিন্ন ফরম সংগ্রহ করে রিটার্ণিং অফিসারদের মাঝে বিতরণ করা ।
৩। জেলা নির্বাচন অফিস, মৌলভীবাজার হতে বিভিন্ন নির্বাচনের জন্য ব্যালট পেপার, নির্বাচনী সামগ্রী সংগ্রহ করে রিটার্ণিং অফিসার ও প্রিজাইডিং অফিসারদের মাঝে বিতরণের কার্যক্রম গ্রহণ করা ।
৪। ভোট গ্রহণ কর্মকর্তাদের তালিকা প্রণয়ণ করা ও তাদের নির্বাচনী প্রশিক্ষণের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করা।

৫। বিভিন্ন নির্বাচন সুষ্ঠু,সুন্দর,নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করার লক্ষ্যে নির্বাহী বিভাগ,পুলিশ বিভাগ,বিচার বিভাগের মধ্যে সমন্বয় সাধন।

৬। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মত বিনিময় সভার আয়োজন করা ।

৭। ভোটকেন্দ্রের সঠিকতা যাচাই করা।

৮। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে গণমাধ্যমগুলোর সাথে মত বিনিময় করা।
৯। স্বচ্ছ ব্যালট বাক্স, লিড বা ঢাকনা বিতরণ করা ।
১০। নির্বাচনী ফলাফল একীভুত করে জেলা নির্বাচন অফিস, মৌলভীবাজার-এ প্রেরন করা।
১১। নির্বাচনী ফলাফল ইন্ট্রানেটের মাধ্যমে নির্বাচন কমিশন সচিবালয়ে প্রেরণ করা।

অন্যান্য কার্যক্রমঃ

। দ্বৈত ভোটারদের বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা।

২। প্রবাসী ভোটারদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির বিষয়ে কার্যক্রম গ্রহণ করা।

৩। ভোটার এবং বিভিন্ন স্টেক হোন্ডারদের মাঝে নানাবিধ তথ্য সরবরাহ করা।

৪। ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ শেষে খসড়া ভোটার তালিকা প্রকাশের পর দাবী, আপত্তি সংক্রান্ত রিভাইজিং অথরিটির কার্যক্রম সম্পাদনের ব্যবস্থা করা।
৫। নির্বাচন কমিশন সচিবালয় ও জেলা নির্বাচন অফিস হতে প্রাপ্ত নির্দেশনা অনুযায়ী বিভিন্ন কার্যক্রম সম্পন্ন করা ।